ক্যামেরার পাঠশালা,
ক্যামেরায় ছবি তুলতে হলে জানতে হবে আলোকচিত্রের নানা কৌশল। আর এই কৌশল শেখানোর একটি প্রতিষ্ঠানের নাম পাঠশালা। পুরো নাম ‘দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি।’ ১৯৯৮ সালে পান্থপথ আর কলাবাগান সংযোগ সড়কের কাছাকাছি ১৬ শুক্রাবাদ বাড়িটির উঠোনে আমগাছের নিচে প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের কাছে কয়েকজন আলোকচিত্রপ্রেমী ছবি তোলা শেখার আগ্রহ প্রকাশ করেন। এরপর তাঁদের নিয়েই শুরু হয় পাঠশালার প্রথম পর্ব। সময়ও ঢের গড়িয়েছে। শুক্রাবাদের সেই আমতলা ছাড়িয়ে এখন তাঁরা শেখে একতলা বাড়িটি জুড়ে থাকা শ্রেণীকক্ষ, লাইব্রেরি ও ডার্করুমে। পরিসর বেড়েছে, বেড়েছে শিক্ষার্থী। পাঠশালা হতে পারে আলোকচিত্র শিক্ষার অন্যতম সহায়ক। কিন্তু কীভাবে আপনি যোগাযোগ করবেন তাঁদের সঙ্গে আর কীভাবে জানবেন আলোকচিত্রের ওপর কী কী কোর্স আছে এখানে? জেনে নেওয়া যাক এবার সেই সম্পর্কে—পাঠশালা একজন আলোকচিত্রীকে বিভিন্ন কোর্সে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। যদি কেউ কেবল শখের বশে শিখতে চান তবে করে নিতে পারেন এখানের চার সপ্তাহের বেসিক ফটোগ্রাফি কোর্সটি।
যে কেউ এই কোর্সে তিন হাজার টাকার বিনিময়ে অংশ নিতে পারবেন। আরও আছে আট সপ্তাহের ফাউন্ডেশন কোর্স, যার খরচ পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা। এ তো গেল সংক্ষিপ্ত কোর্সের কথা। আলোকচিত্রী হওয়াটা যাঁদের নেশা তাঁরা এটাকে পেশায় পরিণত করে নিতে পারেন এক বছরের প্রোগ্রাম ইন ফটোগ্রাফি। তবে এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা। এসএসসি ও এইচএসসিতে কিংবা এ লেভেলে ২.৫ কিংবা দ্বিতীয় শ্রেণী অর্জন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। দুই সেমিস্টারের এই কোর্সটির ফি পড়বে ৪৫ হাজার টাকা। আরও কিছু শর্ত আছে। অবশ্যই শিক্ষার্থীকে বেসিক ফটোগ্রাফি কোর্স করা থাকতে হবে। আর প্রকাশনা কিংবা অভিজ্ঞতা থাকলে অবশ্যই তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাঠশালায় দুই ও তিন বছরের অ্যাডভান্সড ও স্নাতক ফটোগ্রাফি কোর্সও করে নিতে পারেন যে কেউ। এ ছাড়া এখানে নতুনভাবে যুক্ত হয়েছে ছয় সপ্তাহের ভিডিওগ্রাফির বেসিক কোর্স। এর ফি পড়বে তিন হাজার টাকা।আলোকচিত্রের বেসিক কোর্স করার সময় যদি কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় তার সবই সরবরাহ করবে পাঠশালা। তবে বাকিগুলোতে নিজেই নিজের যন্ত্রপাতির ব্যয় বহন করতে হবে। সবার জন্যই পাঠশালার লাইব্রেরি ব্যবহারের সুযোগ রয়েছে। আলোকচিত্রের ওপর দেশ-বিদেশের বিখ্যাত বই পাওয়া যাবে এখানে। মৌলিক কোর্স ছাড়া অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা ডার্করুম, ল্যাবরুম ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য বাড়তি কোনো ফি দিতে হবে না। কেউ যদি এখানকার ফি একটু বেশি বলে মনে করেন তবে জেনে রাখা ভালো, পাঠশালায় প্রশিক্ষণ করাতে অনেক সময় বিদেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পীরা আসেন। তাঁদের খরচও কিন্তু কম নয়, সে তুলনায় নেহাত অল্প বলেই মনে করে কর্তৃপক্ষ। ছবি তোলা শিখতে কেন শিক্ষার্থীরা এখানে আসবেন? এ প্রশ্নের জবাবে পাঠশালার প্রশাসনিক কর্মকর্তা যোসেফ রোজারিও বলেন, ‘এখানে যাঁরা শেখান, তাঁদের সবাই আলোকচিত্র পেশার সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রতি আলাদা যত্ন নেন। আর এখানে একান্তভাবেই চাওয়া হয় যেন শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে কিছু শিখতে পারেন।’পাঠশালা সম্প্রতি ভিন্ন উদ্যোগ নিয়েছে তার শিক্ষার্থীদের জন্য। অসলো ইউনিভার্সিটি কলেজের সঙ্গে ২০০৩ সাল থেকে শুরু হওয়া চুক্তি অনুযায়ী অসলোর শিক্ষার্থীরা বাংলাদেশে আর বাংলাদেশের আলোকচিত্রীরা অসলোতে যাবে। এ ছাড়া এডিথকোয়েন ইউনিভার্সিটি পার্থ অস্ট্রেলিয়ার সঙ্গেও ২০০৮ সাল থেকে শুরু হয়েছে ছাত্রদের অদলবদলের প্রথা। এক দেশের আলোকচিত্রী অন্য দেশে গিয়ে সেই বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানের নেতৃত্বে আলোকচিত্রের নানা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া পাঠশালা, দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির যেকোনো শিক্ষার্থী যদি আলোকচিত্র বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তবে এই দুই বিশ্ববিদ্যালয় ছাড়াও ডেনিশ স্কুল অব জার্নালিজম, ডেনমার্ক ও সান্ডারল্যান্ড ও বোল্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন।পাঠশালায় যাঁরা প্রশিক্ষণ দিচ্ছেন তাঁরাও দেশের প্রথিতযশা আলোকচিত্রশিল্পী। ফলে এখান থেকে কিছু না শিখে অন্তত যেতে হবে না। শুধু ঢাকায় নয়, সিলেটে ও চট্টগ্রামেও ছড়িয়েছে পাঠশালার শাখা। চট্টগ্রামে যাঁরা ছবি তোলার কলাকৌশল শিখতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন ওয়াইএমসিএ বিল্ডিং, বাড়ি নম্বর ৯৫০/ই, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম। প্রয়োজনে ০১৭১৫৪৮৭৫৭৫। এ ছাড়া সিলেটের আগ্রহীরা যোগাযোগ করতে পারেন স্টুডিও মডেল, রাজা বিপণি, জিন্দাবাজার, সিলেট। প্রয়োজনে-০১৭১১৩৭৬৭৮৪।আগামী চার বছরের মধ্যে পরিবর্তন হতে পারে পাঠশালার নাম আর ভবন। নতুন নাম হবে ‘দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি অ্যান্ড ইনস্টিটিউট অব ফটোগ্রাফি।’ এই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার সেরা আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুটা স্বপ্ন পূরণও হয়েছে বটে, প্রতি দুই বছর অন্তর আয়োজিত ছবিমেলার মধ্য দিয়ে। যে মেলায় হাট বসে বিশ্বের নানা দেশের আলোকচিত্রীর। যে কেউ আলোকচিত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পার এই পথে। লক্ষ পূরণে পাঠশালা সহযোগিতা করবে তরুণদের।
Wednesday, February 24, 2010
Subscribe to:
Posts (Atom)